৫৮ কেজি গাঁজা সহ বর্ধমান শহরে সিআইডির হাতে ধৃত দুই। ধৃতদের নাম সেখ জামালউদ্দিন ও বিজয়া মহাপাত্র। জামালউদ্দিনের বাড়ি বর্ধমানের কেষ্টপুরে ও বিজয়া মহাপাত্রের বাড়ি ওড়িশার অনুকূল জেলার জোড়পুর থানার দাইহামালে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আলিশা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা সহ জামালউদ্দিন ও বিজয়াকে ধরে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা। ১৪ দিনের রিমান্ড চেয়ে ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিআইডি।
Like Us On Facebook