কাটোয়ার কেশে বাঁদড়া প্রাথমিক বিদ্যালয়ে বুধবার শিক্ষক দিবসের অনুষ্ঠানের পর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৪০ জন পড়ুয়া। অসুস্থ পড়ুয়াদের কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৫ জনকে হাসপাতেলে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কাটোয়ার কেশে বাঁদড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের খাবার ছাড়াও বাইরে থেকে দই, মিষ্টি, প্যাস্ট্রী ইত্যাদির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের পর খাবার খেয়ে পড়ুয়ারা বাড়ি ফিরে যায়। এরপর বিকেল থেকে একে একে পড়ুয়ারা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। বমি ও পেটে ব্যাথার উপসর্গ সহ ৪০ জন পড়ুয়াকে কাটোয়া হাসপাতালে নিয়ে আসা হয়। ২৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ১৫ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা সুস্থ হয়ে উঠলে বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিডিও স্কুলে পৌঁছে মিড-ডে মিলের যাবতীয় উপকরণ পরীক্ষা করেন এবং বাকি সমস্ত ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজার থেকে কিনে আনা দই, মিষ্টি, প্যাস্ট্রী ইত্যাদি খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। সমস্ত খাবারের নমুনা পরীক্ষা করে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার কারণ জানার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Like Us On Facebook