File Picture

করোনা উদ্ভুত পরিস্থিতিতে গত এপ্রিল থেকে জুনের ৫ তারিখ পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলায় মোট ৩৭জন রেশন ডিলারকে বিভিন্ন কারণে শোকজ করা হয়েছে। এর মধ্যে খণ্ডঘোষ এবং কাটোয়ায় একজন করে রেশন ডিলারকে সাসপেণ্ড করা হয়েছে। এই ৩৭জন রেশন ডিলারের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৪ লক্ষ টাকা।

পূর্ব বর্ধমান জেলার মুখ‌্য খাদ্য নিয়ামক আবির বালি জানিয়েছেন, চলতি করোনা উদ্ভুত পরিস্থিতিতে প্রতিদিনই খাদ্য দফতরের টাস্ক ফোর্স নজরদারী চালিয়ে যাচ্ছেন রেশন দোকানগুলিতে। তিনি জানিয়েছেন, এই ৩৭জনের মধ্যে প্রায় ১০জনকে পাওয়া গেছে যাঁরা নির্দিষ্ট পরিমাণের থেকে কম চাল দিয়েছেন উপভোক্তাদের। যে দু’জন রেশন ডিলারকে সাসপেণ্ড করা হয়েছে তাঁদেরও এই কারণেই সাসপেণ্ড করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই ৩৭ জন রেশন ডিলারের মধ্যে কাটোয়ায় ২জন, বর্ধমানে ৫জন এবং বাকি সকলেই কালনা মহকুমার রেশন ডিলার। জেলা খাদ্য নিয়ামক জানিয়েছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড নেই তাঁদের জন্য মে ও জুন মাসে মাথাপিছু ৫ কেজি চাল এবং পরিবার পিছু ১ কেজি করে ছোলা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও জেলায় ২৫ হাজার স্পেশাল কুপন বরাদ্দ করা হয়েছে। এখনও পর্যন্ত স্পেশাল কুপন দেওয়া হয়েছে ১২০০ জনকে। তিনি জানিয়েছেন, গোটা জেলায় স্পেশাল কুপনের জন্য মোট আবেদন জমা পড়েছে ২৮৬৩টি।

Like Us On Facebook