.

শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সংস্কৃত লোকমঞ্চে। উপস্থিত ছিলেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী, উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী, উপাচার্য নিমাইচন্দ্র সাহা সহ বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠান থেকে সাবিত্রী চ্যাটার্জী, হৈমন্তী শুক্লা, ড. নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, জাস্টিস চিত্ততোষ মুখার্জীকে ডি.লিট এবং অধ্যাপক সমীর ভট্টাচার্য ও অধ্যাপক কমলাক্ষ নাগকে ডি.এসসি প্রদান করা হয়।

Like Us On Facebook