সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি বাঙালির সুস্থ সংস্কৃতিকে তুলে ধরতে হিন্দু-মুসলমান সম্প্রীতির সরস্বতী পুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হল বর্ধমানে। বর্ধমানের কলিগ্রামে বিদ্যুৎ সংঘের সরস্বতী পুজোয় এবার এই সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনকেই তুলে ধরা হয়েছে।
পুজো কমিটির সম্পাদক মহম্মদ সাইদুল ইসলাম, বিশ্বরূপ কৈবর্ত্যরা জানিয়েছেন, এবার ১৫ তম বছরে তাদের সরস্বতী পুজোর থিম এই বাংলার সুস্থ সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। নজর কাড়তে তাই এবার প্রতিমা গড়া হয়েছে ৩৫ ফুটের। বাজেট প্রায় ২ লক্ষ টাকা। সাইদুল ইসলাম জানিয়েছেন, গত ১৫ বছর ধরেই কলিগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির পুজো হিসাবে পরিচিত হয়েছে তাদের এই সরস্বতী পুজো। হিন্দু মুসলমান সমস্ত শ্রেণির মানুষ, ছাত্রছাত্রীরাও মিলিতভাবে পুজোর কাজকর্ম করেন। এবারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে আদিবাসী নাচ, রণপা, রাইবেশে, ছৌনাচ প্রভৃতিও।