হুল দিবসে পূর্ব বর্ধমানের আদিবাসী সম্প্রদায়ের ৩০০ মোড়লকে সংবর্ধিত করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। ৩০ জুন হুল দিবস। হুল দিবসে সাতগেছিয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি ডেবু টুডু জানিয়েছেন, হুল দিবসে ৩০০ মোড়লকে বিশেষ পোষাক, স্মারক ও শংসাপত্র দেওয়া হবে। আদিবাসীদের বিভিন্ন বিষয়ে সরকারকে নানভাবে সাহায্য করার জন্যই এই পুরস্কার বলে জানা গেছে। সরকারকে সাহায্য করার পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলের হাত শক্ত করতেও সহায়তা করেছে ওই সব মোড়লরা। সভাধিপতি জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। অলচিকি ভাষায় পঠন-পাঠনের জন্য জেলায় স্কুলের সংখ্যাও বেড়েছে।
Like Us On Facebook