জেলা প্রশাসন এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে কাঁকসা ব্লকের ত্রিলকচন্দ্রপুরের সুন্দিয়াড়া গ্রামে ৩০টি নবনির্মিত কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক সৌমিত্র মোহন। এই অনুষ্ঠানে জেলাপ্রশাসনের আধিকারিকবৃন্দ সহ রোটারী ক্লাবের পদাধিকারিবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্মিত ৩০টি টয়লেট পেয়ে স্থানীয় মানুষ জেলাশাসক সৌমিত্র মোহন ও রোটারী ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।