কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র ও চোরাই মোবাইল সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে এক বিশেষ অভিযানে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা রাজিউল ইসলাম ও শিবু স্বর্ণকার এবং কুলটির চিনাকুড়ি এলাকার কৃষ্ণ নুনিয়াকে পাকড়াও করে। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ টি পাইপগান, ২ রাউন্ড গুলি সহ ৮ টি চোরাই মোবাইল উদ্ধার করে। ওই দুষ্কৃতীরা কুলটির চিনাকুড়ি এলাকা থেকে চোরাই মোবাইল কিনে মালদায় বিক্রি করত। চোরাই মোবাইল কিনে একটি স্করপিও গাড়ি করে ফেরার সময় পুলিশ নিয়ামতপুর এলাকায় তাদের আটক করে এবং পরে গ্রেফতার করে। পুলিশ স্করপিও গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার পুলিশ তাদের আসানসোল কোর্টে তোলে।
Like Us On Facebook