সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় তিন জন মহিলাকে আটক করল বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলপুর এলাকার শ্রীগুরু আশ্রমে। গুরু পূর্ণিমা উপলক্ষে নীলপুর শ্রীগুরু আশ্রমে পুজো দিতে গিয়েছিলেন বর্ধমানের উল্লাস উপনগরীর বাসিন্দা অঞ্জলীরাণী দাস। প্রচন্ড ভিড় থাকার কারণে লাইন পড়েছিল। সেই সময় ভিড়ের সুযোগে অঞ্জলিদেবীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় ছিনতাইকারীরা। অঞ্জলিদেবী গলার হার দেখতে না পেয়ে সেখানে চিৎকার শুরু করেন। খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে। পরে বড়নীলপুর মোড় এলাকায় কয়েকজন মহিলাকে দেখে সন্দেহ হওয়ায় তাঁদের ধরে ফেলেন ওই আশ্রমের কয়েকজন গুরু ভাইরা। ৬ জন মহিলা ছিলেন, তাঁদের মধ্যে ৩ জন পালিয়ে যান। আর তিন জন মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় আশ্রম ও এলাকার বাসিন্দারা। পুলিশ মহিলাদের আটক করে জিজ্ঞেসাবাদ শুরু করেছে।