বর্ধমান জু’কে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে এবার বর্ধমানের রমনা বাগান জু-তে ছাড়া হল তিনটি পূর্ণ বয়স্ক কুমির। সম্প্রতি রমনা বাগানে চিতাবাঘ কালী জন্ম দিয়েছে এক সন্তানের। তারপরেই আবার রমনা বাগানে জু-তে এল তিনটি পূর্ণ বয়স্ক কুমির, খুশির হওয়া জু-তে।
বনদফতর সূত্রে জানা গেছে, কুমিরগুলি আলিপুর চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছে। আগে দুটি কুমির ছিল রমনাবাগানে, এখন মোট কুমিরের সংখ্যা হল পাঁচ। বিভিন্ন সময়ে অন্যান্য জু থেকে বন্য পশুপাখি আদান-প্রদান করা হয়। সেই রকমই আলিপুর চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছে এই তিনটি কুমিরকে।
Like Us On Facebook