বর্ধমান জেলা জুড়ে আইপিএল সহ নানান ইস্যুতে বেটিং চক্র চালানোর হদিশ পেল মেমারি থানার পুলিশ। বড়সড় এই চক্রের হদিশ মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চক্রের ৩ পাণ্ডাকে মঙ্গলবার রাতে গ্রেফতারও করেছে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির ব্রাহ্ণণপাড়ার বাসিন্দা সুরঞ্জন বিশ্বাসের বাড়িতে বেটিং চক্র চলছে বলে গোপন সূত্রে খবর পায় মেমারি থানার পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে আচমকা সেখানে হানা দিয়ে ৩ জনকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম সুরঞ্জন বিশ্বাস, মেমারির কলেজ পাড়ার বাসিন্দা কালিচরণ সাউ এবং দেশবন্ধুপল্লী এলাকার বাসিন্দা পার্থ সারথী বিশ্বাস। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে নগদ ৬০ হাজার টাকা সহ একটি অ্যানড্রয়েড ফোন, একটি আইফোন এবং একটি নোটবুক।
জানা গেছে, ওই নোটবুকে বেশ কিছু ব্যক্তির ফোন নম্বর রয়েছে। যাদের সঙ্গে বেটিং চলছিল বলে অনুমান পুলিশের। এছাড়াও নোটবুকে আই পিএলকে কেন্দ্র করে বেটিং চালানোর জন্য বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্কও পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসা করে আরও ৭ জনের নাম পাওয়া গেছে। তাঁদের খোঁজে মেমারি ও বর্ধমান থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই চক্রের মূল পাণ্ডা চন্দন সেখ ও রাজু সাউ-এর বাড়ি বর্ধমান শহরেই। তাঁদের খোঁজে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ক্রিকেট, টেনিস সহ বিভিন্ন খেলার বেটিং চালানো হত। এমনকি ভোটের ফলাফলের বেটিংও চালানো হত। মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে চলতো বেটিং। বুকিদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলা জেতা হারার খবর চলে আসতো। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প থাকবে কিনা সেটা নিয়েও চলতো বেটিং।