পূর্ব বর্ধমান জেলাকে দুর্ঘটনা শূন্য জেলা করে তোলার লক্ষ্য নিয়ে শেষ হল ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় সেফ ড্রাইভ, সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে পুলিশ লাইনে ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন এডিজি ট্রাফিক বিবেক সহায়।

সারা সপ্তাহ জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে জন সচেতনতা বাড়ানোর জন্য প্রতিটি থানা এলাকায় পালিত হয় নানাবিধ কর্মসূচী। এমনকি সচেতনতা বৃদ্ধির জন্য নিজেই সাইকেল চালিয়ে বিভিন্ন থানা এলাক পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল। শনিবার এক পদযাত্রার মধ্যদিয়ে শেষ হয় সেই পথ নিরাপত্তা সপ্তাহ। পদযাত্রাটি বীরহাটা থেকে শুরু করে পুলিশলাইন পর্যন্ত যায়। পদযাত্রায় পা মেলান পুলিশের আধিকারিক, এমপি, এমএলএ ও নানা স্কুল ও ক্লাবের প্রতিনিধিরা। এদিন পুলিশ লাইনে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির জন্য সাংসদ কোটা থেকে সুনীল মন্ডলের দেওয়া একটি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করা হয়।


Like Us On Facebook