.

বর্ধমানে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। জেলায় বিজেপিতে যোগ দেওয়ার ঢল অব্যাহত। বৃহস্পতিবার বিজেপির বর্ধমান জেলা অফিসে প্রায় ২৫০ জন তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দিলেন বলে দাবি বিজেপির। যাদের মধ্যে রয়েছেন বর্ধমান ২ নং ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের ৮ জন তৃণমূল পঞ্চায়েত সদস্য। বিজেপির বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই আরও কয়েক জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। এর ফলে বৈকুন্ঠপুর-১ ও বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসা কেবল সময়ের অপেক্ষা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook