আড়াইশো কেজি সোনার গয়নায় সাজছেন মা দুর্গা। মায়ের মাথার মুকুট থেকে যাবতীয় গয়না সবই সোনার। বর্ধমান সবুজ সংঘের এই সোনার সাজের দুর্গা দেখতে এখন থেকেই বাসিন্দাদের উৎসাহ তুঙ্গে।

বর্ধমানের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সবুজ সংঘের পুজো। এবার তাদের থিম এক টুকরো লন্ডন। লন্ডনের টাওয়ারের আদলে তৈরি মণ্ডপে আসছেন মা দুর্গা। প্লাইউড দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকার্য। রয়েছে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি। বিশালাকার সব ঝাড়বাতি।

এই মণ্ডপেই দেখা মিলবে আড়াইশো কেজি সোনার গয়নায় সেজে ওঠা দুর্গা প্রতিমার। ঢাক সহ বিভিন্ন বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে মণ্ডপে আনা হল সেইসব সোনার গয়না। এবার মাকে সেসবে সাজিয়ে তোলার অপেক্ষা। পয়লা অক্টোবর সবুজ সংঘের পুজোর উদ্বোধন। আজ থেকেই পুজো মণ্ডপে কড়া প্রহরার বন্দোবস্ত করা হয়েছে। জেলা পুলিশ পর্যাপ্ত নজরদারির আশ্বাস দিয়েছে। থাকছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরাও। সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে মণ্ডপ।

Like Us On Facebook