.

কেতুগ্রাম থানার পুলিশ ২২টি চোরাই বাইক উদ্ধার করল এবং বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করল। জানা গেছে, বাইক চুরি চক্রের পান্ডা মানিক সেখ ও সঞ্জু সেখকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কেতুগ্রামের কাঠারি ও রাজুয়ার গ্রামে বেশকিছু চুরি করা বাইক রাখা আছে। গত কয়েকদিন ধরে ওইসব এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২২টি চোরাই বাইক উদ্ধার করে। চক্রের পান্ডা মানিক সেখ ও সঞ্জু সেখ চুরি করা বাইকের নম্বর পাল্টে দিয়ে ১০-১৫ হাজার টাকায় বিক্রি করে দিত বলে জানা গেছে। পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে।

Like Us On Facebook