বাংলার বাড়ি প্রকল্পে বর্ধমান পুর এলাকায় প্রায় ২১০০ উপভোক্তাকে চিহ্নিত করল পুর কর্তৃপক্ষ। বর্ধমান পুরসভার সহ-প্রশাসক আইনুল হক জানিয়েছেন, শনিবার এই বিষয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুরসভার পান্থশালায়। উপস্থিত ছিলেন পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় সহ সংশ্লিষ্ট নগরোন্নয়ন দফতরের আধিকারিকরাও।
এদিন আইনুল হক জানিয়েছেন, এখনও পর্যন্ত এই প্রকল্পে বর্ধমান পুরসভায় ২১০০ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। তিনটি পর্যায়ে বাংলার বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পে উপভোক্তা নিজে দেবেন ২৫ হাজার টাকা। বাকি টাকার মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বাকি ২ লক্ষ ৫ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, পুর এলাকার মোট উপভোক্তাদের মধ্যে ৩৩ শতাংশ মানুষের হাতে খুব শীঘ্রই এই প্রকল্পের চেক তুলে দেওয়া হবে।
Like Us On Facebook