শুক্রবার থেকে শুরু হল ২০তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
চলচ্চিত্র উৎসব উদযাপন কমিটির সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানিয়েছেন, এবছর চলচ্চিত্র উৎসবে ৬টি দেশের মোট ৯টি ছবি দেখানো হবে। উদ্বোধনী ছবি দেখানো হয় হাওবাম পবন কুমার পরিচালিত লেডি অফ লেক। এছাড়াও বিভিন্ন দিনে দেখানো হবে মালয়ালাম ছবি দ্য পেণ্টেড হাউস, চেক রিপাবলিকের ছবি থ্রি ব্রাদার্স, ভারতীয় ছবি সাউণ্ড অব সাইলেন্স, সিমসার, সাইপ্রাসের ব্লক ১২, হাঙ্গেরীর ছবি আফটার লাইফ, ভিয়েতনামের ছবি অন দ্য পিসফুল পিক এবং সাইবেরিয়ার ছবি উইদারিং। উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
Like Us On Facebook