নববর্ষের সন্ধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গীতে ২ নং জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দু’জন নিহত ও এক জন আহত হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম চন্ডীচরণ সাধু। রাণিগঞ্জের বাসিন্দা চন্ডীবাবু তাঁর শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে দুর্গাপুরের হুচুকডাঙ্গা থেকে পিকনিক করে ফিরছিলেন। হঠাৎ একটি ট্রাক এসে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বাইক আরোহী চন্ডীবাবু ও তাঁর শিশুকন্যার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তাঁর স্ত্রী। আহত চন্ডীবাবুর স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা খুলে দেয়। সোমবার সকালে স্থানীয় মানুষ ক্ষোভে রাস্তা অবরোধ করে। পুলিশ এসে অবরোধ তুলে দেয়।