খণ্ডঘোষ থানার ওসি প্রসেনজিৎ দত্ত সহ ১৬ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত। কয়েক দিন আগেই পালসিট পুলিশ ক্যাম্পের ১৬ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। জানা গেছে, গতকাল খন্ডঘোষ থানার ৪ জন পুলিশ কর্মীর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। আজ নতুন করে আরও ১২ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। তাঁদের মধ্যে ৯ জন এসআই ও এএসআই পদমর্যাদার। বাকী ৭ জন পুলিশ কর্মী। আগামী ৩ দিন থানার কাজকর্ম করা হবে থানার পাশের বিল্ডিং থেকে। খণ্ডঘোষ থানায় তিনদিন স্যানিটাইজেশনের কাজ চলবে। থানার কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য জেলা থেকে সমসংখ্যক পুলিশ কর্মী পাঠানো হয়েছে। খণ্ডঘোষ থানার দায়িত্ব দেওয়া হয়েছে সিআই (সি) সঞ্জয় কুণ্ডুকে।
শনিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী জেলায় করোনা আক্রান্ত আরও ৬৩ জন। মোট আক্রান্ত ২১৪৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৪জন।চিকিৎসাধীন আছেন ৩৯২ জন। এখনও পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। শনিবার বর্ধমান পৌর এলাকায় আক্রান্ত ১০ জন, কাটোয়া পৌর এলাকায় ১১জন, দাঁইহাট পৌর এলাকায় ১ জন, বর্ধমান ১ নং ব্লকে ৫ জন, বর্ধমান ২ নং ব্লকে ৪ জন, গলসি ১ নং ব্লকে ৫ জন, জামালপুর ব্লকে ১ জন, কালনা ২ নং ব্লকে ১ জন, কাটোয়া ১ নং ব্লকে ১ জন, কাটোয়া ২ নং ব্লকে ২ জন, খণ্ডঘোষ ব্লকে ১৬ জন, মেমারি ২ নং ব্লকে ২ জন, পূর্বস্থলী ১ নং ব্লকে ১ জন, রায়না ১ নং ব্লকে ১ জন ও রায়না ২ নং ব্লকে ২ জন।