মঙ্গলবার থেকে টানা ৭দিন ধরে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১৬ লক্ষ গাছ লাগানোর কাজে উদ্যোগী হল জেলা প্রশাসন। বৃক্ষরোপণ ও বনসৃজনের লক্ষ্যে মঙ্গলবার কোর্ট কম্পাউণ্ড থেকে একটি বিশেষ ট্যাবলোরও উদ্বোধন করলেন জেলাসভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। আগামী ৭ দিন এই ট্যাবলো জেলার ৪ টি মহকুমার প্রতিটি ব্লকে ঘুরবে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, এনআরজিএস প্রকল্পের মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে জেলায় ১৬ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানতঃ নদীর পাড়, ক্যানেলের ধার ও বিভিন্ন রাস্তার পাশে এই গাছ লাগানো হবে। তিনি বলেন, ২১ হাজার মানুষকে এই গাছের পাট্টা দেওয়া হবে। মূলত পরিবেশকে আরো সজীব করে তুলতেই সরকারের এই উদ্যোগ। সভাধিপতি দেবু টুডু জানান, গত বছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তায় এই বৃক্ষরোপণ করা হবে। এর ফলে ১০০ দিনের কাজের সাথে যারা যুক্ত আছেন তারা যেমন উপকৃত হবেন, পাশাপাশি সবুজায়ন কর্মসূচিও সঠিক ভাবে পালন করা হবে। প্রতিটি গাছের চারার একজন করে মালিক হবেন। তারাই সেই গাছের পরিচর্যা ও রক্ষনাবেক্ষণ করবেন।
Like Us On Facebook