উদ্ধার হওয়া ২১টি সাপের ডিম থেকে কৃত্রিম উপায়ে ১৬টি গোখরো সাপের বাচ্চা জন্ম নিল বনদফতরের তত্ত্বাবধানে। খণ্ডঘোষ থানা ময়ূরকাটি এলাকা থেকে কিছুদিন আগে গোখরো সাপের ২১ টি ডিম স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বনদফতর। এরপর এই ডিমগুলোকে বর্ধমানের বনদফতরে নিয়ে আসা হয়। ডিএফও নীশা গোস্বামী জানিয়েছেন, বৃহস্পতিবার বনদফতরের তত্ত্বাবধানে ডিমগুলি থেকে জন্ম নেয় ১৬টি গোখরো সাপের বাচ্চা। ২১ টি ডিমের মধ্যে ১৬ টি ডিম থেকে সফলভাবে জন্ম নেয় বাচ্চা। এখন তাদের প্রাথমিক ভাবে পিঁপড়ের ডিম খেতে দেওয়া হবে। ধীরে ধীরে তাদের খাদ্য তালিকায় মাংস সামিল করা হবে। তারপর সময় বুঝে বাচ্চাগুলিকে পুনরায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।
Like Us On Facebook