কচ্ছপ পাচারচক্রের ১ পান্ডাকে গ্রেফতার করল বর্ধমান জিআরপি থানা। উদ্ধার ১৪৬ টি কচ্ছপ। ধৃতের নাম আশীষ হালদার। বাড়ি নদিয়া জেলার চাকদহে।
জিআরপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত জিআরপি কর্মীরা আশীষ হালদারকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে প্ল্যাটফর্ম চত্বরে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করেন এবং তল্লাশিতে তাঁর কাছে থাকা ৯ টি ব্যাগ থেকে ১৪৬ টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয় জিআরপি’র তরফে। শুক্রবার ধৃত আশীষ হালদারকে বর্ধমান আদালতে পেশ করা হয়। কোথা থেকে এবং কোথায় এই কচ্ছপগুলি নিয়ে যাওয়া হচ্ছিলো, আর কারা কারা এই পাচার চক্রের সাথে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি।
Like Us On Facebook