পুজোর আগে বর্ধমান শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালাল জেলা আবগারী দপ্তর। নির্মল ঝিল, বাম বটতলা, দিঘীরপুল সহ একাধিক জায়গায় চোলাই মদের ঠেকে অভিযান হয় শনিবার সন্ধ্যায়। হাজার লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনকে গ্রেফতার করা হয়।
Like Us On Facebook