প্রখর রোদে গ্রামের সেচ খালে ১০০ দিনের কাজ করছিলেন বুদবুদের সোয়াই গ্রামের বাসিন্দা আরতি বাগদি (৭০)। সোমবার কাজ করার সময় আরতিদেবী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ আরতিদেবীকে প্রথমে পানাগড় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে আরতিদেবীর।

এই ঘটনার পর আরতিদেবীর পরিবার সহ অন্যান্য একশ দিনের কর্মীরা প্রখর রোদে গ্রামের মাঠে কাজ করার জায়গায় পানীয় জল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার দাবিতে সোচ্ছার হন। বিক্ষোভরতদের অভিযোগ, কর্মস্থলে পানীয় জল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ পত্র থাকলে এই ভাবে মরতে হত না। পাশাপাশি তাঁরা বিশ্রামের জন্য ছাউনিরও দাবি করেন।

Like Us On Facebook