বর্ধমানের ট্রেজারিতে দুঃসাহসিক ডাকাতি। বর্ধমানের জেলা কোষাগার থেকে ভল্ট ভেঙে চুরি গেল প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। তদন্তে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বর্ধমানের মুখ্য ডাকঘরের টাকা রাখা ছিল ট্রেজারির ভল্টে। সেই টাকাই খোয়া গেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির টিম।