সোমবার অন্ডালের বহুলাতে আসানসোলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনের হয়ে নির্বাচনী প্রচারে এসে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বিজেপির বিদ্রোহী বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার অর্থমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘ভারত আজ পাকিস্তানকে প্রধান শত্রু দেখাতে চাইছে অথচ চীনের কাছে মাথা নত করছে। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের আজহার মাসুদকে আন্তর্জাতিক জঙ্গী ঘোষণা করতে গেলে একমাত্র দেশ চীন তা ঘোষণা করতে দেয় নি। একই ভাবে ডোকালাম নিয়েও ভারত চুপ।’

বিজেপির এই বিদ্রোহী নেতা নরেন্দ্র মোদীর নাম না করেই এদিন কটাক্ষ করে বলেন, ‘কোথায় গেল প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চির ছাতি। এই সভায় যশবন্ত সিনহা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মুনমুন তনয়া রিয়া-রাইমা, রাজ্যের মন্ত্রী লক্ষীরতন শুক্লা তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলনেতা ডেরেক ওব্রায়েন ও শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যাপাধ্যায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook