জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে কলকাতার নজরুল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছেন। এবং তাঁর ঘোষণা মতো কর্মসূচীকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সমস্ত জেলা নেতৃত্বকে। সেই নির্দেশ মতো পূর্ব বর্ধমান জেলাজুড়ে শুরু হয়ে গেল তার প্রস্তুতি। কর্মসূচি মেনে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় দলীয় কর্মসূচি ঘোষণা করলেন দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ। জেলা পার্টি অফিসে এই ঘোষণা পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে স্বপন দেবনাথ জানান, দলনেত্রীর ঘোষণা অনুযায়ী জেলার ১৮ টি ব্লক ও ৫ টি পুরসভার মোট ৩১ লক্ষ ৫৬ হাজার ভোটারদের কাছে তাঁরা পৌঁছতে চাইছেন। সেই লক্ষ্যে সমস্ত জনপ্রতিনিধিদেরই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই কর্মসূচি রূপায়ণের জন্য স্টিকার, ‘দিদিকে বলো’ লোগো দেওয়া গেঞ্জি চলে এসেছে জেলায়। তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মেনে মঙ্গলবার থেকেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়ে গেল জনসংযোগ যাত্রার নতুন কর্মসূচি।

Like Us On Facebook