.
লোকসভা বা বিধানসভা নির্বাচন নয়। পাড়ার সমবায় সমিতির নির্বাচন। দুর্গাপুরের এবিএল টাউনশিপের সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে বুধবার টানটান উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এবার এবিএল টাউনশিপের সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী সংখ্যা ১৬। বুধবার সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। ভোট পর্ব চলবে বিকেল ৪ টা পর্যন্ত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এদিন প্রচুর পুলিশ এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে। জানা গেছে, ভোটগ্রহণ পর্ব মিটলে আজ রাতেই কর্তব্যরত পর্যবেক্ষকের তত্বাবধানে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে শাসকদল না বিরোধী কার হাতে এবিএল টাউনশিপ সমবায় সমিতির দখল থাকবে।
Like Us On Facebook