রাজনীতির ময়দানে অহি-নকুল সম্পর্ক হলেও দেওয়াল লিখনে সহাবস্থান দেখা গেল তৃণমূল ও বিজেপির মধ্যে। মঙ্গলবার এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল বর্ধমানের বৈকুন্ঠপুর ২ নং পঞ্চায়েতের ডিভিসি মোড় এলাকায়। একই দেওয়াল ভাগাভাগি করে ভোট প্রচারে ব্যবহার করল তৃণমূল ও বিজেপি। দু’দলের কর্মী সমর্থকরা পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের দলের সমর্থনে একে অপরের বিপক্ষে স্লোগান দিতে দিতে দেওয়াল লিখলেন। রাজনৈতিক বিতর্ক ভুলে গা ঘেঁষাঘেঁষি করে পাশাপাশি জোড়াফুল ও পদ্ম আঁকলেন তৃণমূল ও বিজেপি কর্মীরা।

বর্ধমান শহরের ডিভিসি মোড়ে এদিন সকাল থেকেই দেওয়াল লিখনের প্রস্তুতি শুরু করে দুপক্ষই। বিজেপি নেতা শ্যামল রায় যখন অনুগামীদের নিয়ে চুনকাম করা দেওয়ালে পদ্ম আঁকছেন ঠিক তখনই তার পাশেই সঙ্গীদের নিয়ে ঘাসের ওপর জোড়াফুল আঁকা শুরু করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মিতা দাস।

দু’পক্ষই শোনালেন সৌজন্যের কথা। তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন বার বার। সেই শিক্ষা থেকেই বিজেপি অনুরোধ করায় একটা দেওয়াল ছেড়ে দেওয়া হয়েছে। ৩৪ বছর সিপিএম বিরোধীদের কোনও দেওয়াল লিখতে দেয়নি। সেই যন্ত্রণা যাতে আর কোনও দলকে ভোগ করতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছি আমরা।

অন্যদিকে, বিজেপিও মোদীর সৌজন্যের কথা উল্লেখ করে রাজনৈতিক বাকযুদ্ধে নিজেদের ঢাক পেটাতে পিছপা হল না। তাঁদের বক্তব্য, এলাকায় তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তৃণমূলের পঞ্চায়েত সদস্যা একটি দেওয়াল ছাড়ার জন্য আবেদন করেছিলেন। তাঁর সেই অনুরোধ আমরা উপেক্ষা করতে পারিনি। তবে দু পক্ষেরই বক্তব্য, ভোট যুদ্ধ হোক ভোট বাক্সে। তাকে কেন্দ্র করে হানাহানি, রক্তপাত না হওয়াই শ্রেয়।

Like Us On Facebook