বর্ধমান শহরে টাউন সার্ভিস বাসের এক যাত্রীর ব্যাগ থেকে ৫ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, এদিন সকালে গলসি থেকে কাপড়ের ব্যবসার পাঁচ লক্ষ টাকা নিয়ে বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে আসেন বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা শ্যামল কুমার সাঁই। নবাবহাট থেকে তিনি একটি টাউন সার্ভিস বাসে ওঠেন কার্জনগেট পর্যন্ত আসার জন্য।

শ্যামলবাবু জানিয়েছেন, কার্জন গেটে নামার পরই তিনি খেয়াল করেন তাঁর ব্যাগের চেন খোলা এবং ব্যাগের ভিতরে থাকা অন্য একটি ব্যাগে ব্যবসার ৫ লক্ষ টাকাও উধাও। তিনি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। এব্যাপারে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নদীয়ার নবদ্বীপের বাসিন্দা, বর্তমানে বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায় বসবাসকারী বস্ত্র ব্যবসায়ী শ্যামল কুমার সাঁই আরও জানিয়েছেন, তিনি বর্ধমান, গলসি সহ বেশ কয়েকটি জায়গায় শাড়ি, কাপড় সরবরাহের ব্যবসা করেন। বর্ধমানের মিঠাপুকুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সোমবার তিনি গলসিতে পুজোর দরুণ শাড়ি, কাপড় সরবরাহের বকেয়া টাকা তাগাদা করতে গিয়েছিলেন। গলসি বাজার থেকে বাসে নবাবহাট বাসস্ট্যান্ডে নামার পর একটি টাউন সার্ভিস বাস ধরে কার্জন গেটে নামেন। আর এরপরই তিনি লক্ষ্য করেন তাঁর সঙ্গে থাকা ব্যাগের চেন খোলা। ব্যাগের ভিতর থাকা পাঁচ লক্ষ টাকাও নেই। তিনি জানিয়েছেন, বাসে তাঁর পিছনের সিটে কয়েকজন অবাঙালি ব্যক্তি বসে ছিল। যদিও কারা কখন ব্যাগের ভিতর থেকে টাকা গায়েব করেছে সে বিষয়ে শ্যামল বাবু সঠিকভাবে কিছু জানাতে পারেননি। এরপরই তিনি বর্ধমান থানায় এসে অভিযোগ দায়ের করেন। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook