জেলার প্রতিবন্ধী নাগরিকদের নাম ভোটার তালিকাভুক্ত করার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই মর্মে বর্ধমান শহরের শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক-বধির স্কুল পরিদর্শনে যান পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন দফতরের প্রতিনিধিরা। তাঁরা ওই স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেন। এই শিবিরে ওই স্কুলের ছাত্রছাত্রীদের ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য আবেদন জানান জেলাশাসক। এই শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভোটার তালিকায় নাম নথিভুক্তিতে আগ্রহ বাড়বে বলে জানান স্কুলের প্রিন্সিপ্যাল স্তুতি মুখার্জী।জেলাশাসক এই বিষয়ে জানান, এই বছর প্রতিবন্ধীদের ভোটার তালিকায় আনার বিষয়ে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণে, জেলাজুড়ে প্রতিবন্ধীদের নাম নথিভুক্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ২২ আগস্ট শুরু হয়েছে এই অভিযান। চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

Like Us On Facebook