মেলার উদ্বৃত্ত অর্থ জনকল্যাণে তথা পড়ুয়াদের কল্যাণে ব্যয় করার নজীর গড়ল বর্ধমানের বাজেপ্রতাপপুর পৌষালী মেলা কমিটি। আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি বাজেপ্রতাপপুরের বিধান সংঘ মাঠে অনুষ্ঠিত হবে ৫ম বর্ষ পৌষালী মেলা। বুধবার মেলা কমিটির সম্পাদক তথা বর্ধমান ৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার নুরুল আলম ওরফে সাহেব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই মেলা থেকে উদ্বৃত্ত অর্থে তাঁরা বাজেপ্রতাপপুর এলাকায় তৈরি করতে চলেছেন একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের কর্মমুখী করতে এই প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হবে কম্পিউটারের বিভিন্ন প্রশিক্ষণ। যাতে এই এলাকার ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীরা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি জানিয়েছেন, আপাতত ১০০ জন যাতে প্রশিক্ষণ নিতে পারেন সেইভাবে পরিকাঠামো তৈরি করতে চলেছেন তাঁরা।

তিনি আরও জানিয়েছেন, এবারের এই পৌষালী মেলার বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। থাকছে বর্ধমান শহরের বিভিন্ন স্কুলের ১১০টি টিমের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কলকাতার শিল্পীদের অনুষ্ঠান। ২১ জানুয়ারি মেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেতা রঞ্জিত মল্লিক এবং ঈশা সাহা ছাড়াও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ আরও কয়েকজন মন্ত্রী। নুরুল আলম জানিয়েছেন, বাজেপ্রতাপপুরের সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে গত কয়েকবছর ধরেই তাঁরা চেষ্টা করছেন। যার ফলশ্রুতিতে গত ২ বছর তাঁরা আয়োজন করছেন থিমের দুর্গাপুজোও। যে দুর্গাপুজোয় হিন্দু-মুসলিম সকলেই ঝাঁপিয়ে পড়েন। এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলার তথা মেলা কমিটির সভাপতি মহম্মদ আলি, চন্দ্রচূড় নাগ (পলাশ), সুভাষ মোদক, মাধব ভট্টাচার্য, জয়ন্ত মন্ডল, সেখ জামাল, ভবানী প্রসাদ গুপ্ত, সুমন দত্ত সহ অন্যান্যরা।

Like Us On Facebook