আসানসোল থেকে হুগলি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী সহ অন্যান্য সঙ্গীরা। জানা গেছে, মঙ্গলবার আসানসোলের সুফল বাংলা উদ্বোধন করে ফেরার পথে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামে ২ নং জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহত হন মন্ত্রী ও তাঁর গাড়িতে থাকা কয়েকজন। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সামনে থাকা পুলিশের গাড়িতে গিয়ে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। এই ঘটনার পর আহতদের সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Like Us On Facebook