পুলিশের কিনে দেওয়া গোলাপি নাইটি পরে পূর্ণিমা

২৭ বছরের এক মানসিক ভারসাম্যহীন মহিলা পুলিশের কাছ থেকে পোষাক পেয়ে পুলিশকে বলল ‘সো মেনি থ্যাঙ্কস্’। বিগত কয়েকদিন ধরে পূর্ণিমা কোরাকে বর্ধমানের কালনাগেট এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। স্থানীয় মানুষ বিষয়টি বর্ধমান থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা বলেন, ‘মহিলা খুবই বুদ্ধিমতী, ভাল চিকিৎসা পেলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।’ বর্ধমান হাসপাতালে চিকিৎসার সময় ওই মহিলা তাঁর নাম জানান – পূর্ণিমা কোরা। ঠিকানা হিসাবে কখনও অন্ডাল কখনও উখরা বলতে থাকেন। সঠিক গ্রামের নাম বলতে পারছেন না। সুচিকিৎসার জন্য বর্ধমান হাসপাতাল থেকে তাঁকে বহরমপুর মানসিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বর্ধমান থানার পুলিশের টিম বুধবার দুপুরে ওই মহিলাকে বহরমপুর মানসিক হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, মহিলাটি অনর্গল ইংরেজিতে কথা বলছেন। পুলিস উদ্ধার করে নিয়ে আসার পর তাঁকে পুলিশ একটি নাইটি কিনে দেয়। নতুন নাইটি পেয়ে মানসিক ভারসাম্যহীন মহিলা পুলিশকে ধন্যবাদ জানাতে ভোলেন নি। নতুন নাইটি হাতে নিয়েই ওই মহিলা পুলিশের উদ্দেশ্যে বলে ওঠেন – so many thanks…

Like Us On Facebook