নারদা কান্ডে নাম জড়িয়েছে ১৩ তৃণমূল নেতার। আর তার ২৪ ঘন্টার মধ্যেই দলীয় সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে তোপ দাগলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমানের ভাণ্ডারডিহিতে বিজেপির দলীয় সভায় উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নারদা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। প্রথমে তিনি বলেছিলেন ষড়যন্ত্র। তারপর বলেছেন জাল ফুটেজ। যখন নারদা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে তখন তিনি অভিযুক্তদের সবাইকে বলছেন নির্দোষ।’ অন্যদিকে তিনি বলেন, ‘রাম নবমীর মিছিল দেখে তৃণমৃল ভয় খাচ্ছে। এখন গেরুয়া দেখলেই নাকি বিজেপি। মহরমের মিছিলে ঢাল, তলোয়ার থাকলে তা ধর্মীয় মিছিল। আর রাম নবমীর মিছিলে অস্ত্র থাকলে তা বিজেপি করাচ্ছে। রাম কারো একার নয়। রাম সবার। যে কোন ধর্মীয় স্থানে সব মানুষেরই প্রবেশের অধিকার আছে বলে মনে করে বিজেপি।’

Like Us On Facebook