.
পানাগড় বাজারের অফিসপাড়া এলাকায় বাড়ির ভিতর থেকে বুধবার রাতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার নাম পূজা দাস, বয়স ২৮ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে ওই মহিলা রাতে নিজের ঘরে ঢুকে গলায় দড়ি নেন। রাত্রে ডাকাডাকির পরেও কোন উত্তর না পেয়ে দরজা ভেঙে ওই মহিলার মৃতদেহ ঝুলে থাকতে দেখে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। মৃতার পরিবারের লোকজনদের দাবি, তাঁদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতার পরিবারের লোকজন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশের কাছে।
Like Us On Facebook