গুরুতর আহত একটি শাবক পেরেগ্রিন ফ্যালকন( peregrine falcon) পাখিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন এক যুবক। পড়াশোনার সূত্রে বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা অনিরুদ্ধ মুখার্জি বর্ধমান শহরের ভাতছালা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ অনিরুদ্ধ বাড়ি ফিরে দেখেন বাড়ির বাগানে একটি পাখি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। এমনকি পাখিটি উড়তেও পারছে না।এইভাবে পড়ে থাকলে কুকুর, বিড়ালে পাখিটির ক্ষতিসাধন করতে পারে ভেবে অনিরুদ্ধ পাখিটিকে একটি ব্যাগে করে নিয়ে সোজা চলে আসেন কার্জনগেট সংলগ্ন পশু হাসপাতালে। চিকিৎসার পর পাখিটি আপাতত স্থিতিশীল অবস্থায় আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বন দফতর সুত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাখিটি পেরেগ্রিন ফ্যালকন (peregrine falcon) প্রজাতির। এই অঞ্চলে এই প্রজাতির পাখি সচারাচর দেখা যায় না। তবে এই প্রজাতির শিকারি পাখি বিশ্বের সবচেয়ে ক্ষিপ্র ও দ্রুত গতির প্রাণী। এরা ঘণ্টায় ৩২০-৩৯০কিমি বেগে শিকারের দিকে ধেয়ে যেতে পারে। অনেক উঁচু থেকে ক্ষিপ্রতার সঙ্গে মাঝ আকাশেই অন্য পাখিদের শিকার করতেও পটু এই প্রজাতির পাখিরা। এদের সাধারণত আরব দেশে দেখা গেলে আমাদের রাজ্যেও প্রায়ই দেখা মেলে এই প্রজাতির পাখির। বনদফতর সূত্রে জানা গেছে, পাখিটির বয়স আনুমানিক ৪ মাস। আপাতত পাখিটিকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। পাখিটির ডানায় চোট রয়েছে। চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলে পরবর্তীতে ফের এই পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনাধিকারিক নিশা গোস্বামী।

Like Us On Facebook