প্রথমে অসময়ের বৃষ্টি তারপর বাদামী শোষক পোকা ও মাজরার আক্রমণের জেরে চাষীদের পাকা ধানে মই গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে। জেলার মোট ১ লক্ষ ২৪ হাজার ৮৫৩ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকদের। এই পরিস্থিতিতে চাষীরা কার্যত দিশাহারা। বাদামী শোষক পোকা ও মাজরার দাপটে ধরাশায়ী হয়েছে জেলার বেশ কিছু জমির ধান। এখনও পর্যন্ত জেলার ১৭টি ব্লকের ক্ষয়ক্ষতির রিপোর্ট এসেছে। জেলায় মোট ১৫৪ টি গ্রাম পঞ্চায়েতের ১৪৪১ টি মৌজায় ধানচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন মরশুমে জেলায় ৩ লক্ষ ৭২ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল।এরমধ্যে এখনও পর্যন্ত মাঠে ধান রয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৭৩০ হেক্টর জমিতে। জেলার ১৭ টি ব্লক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জেলার মোট ১ লক্ষ ২৪ হাজার ৮৫৩ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এখনও পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলায় মোট ১৪৪১ টি মৌজায় ক্ষতি হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮৫৩ হেক্টর এলাকা। উল্লেখ্য, এই ১৭টি ব্লকে চাষ হয়েছে মোট ২ লক্ষ ৭০ হাজার ৭৬৩ হেক্টর এলাকা। এদিকে, রোগপোকার আক্রমণ সহ আবহাওয়া জনিত কারণে এই ক্ষতির ঘটনায় চাষীদের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল জানিয়েছেন, সরকার চাষীদের পাশে আছে। ক্ষতিপূরণের রিপোর্ট রাজ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশ আসার পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Like Us On Facebook