বাসে চড়লেই বিনামূল্যে মিলছে স্যানিটাইজারের বোতল ও মাস্ক। শুক্রবার থেকে পরীক্ষামূলক ভাবে বর্ধমানে শুরু হয়েছে টাউন সার্ভিস বাস। শহরের মধ্যে দিয়ে বিভিন্ন রুটে ৮টি মিনি বাস চলবে বলে জানানো হয়েছে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে। যদিও অন্যান্য সময় প্রতিদিন ৫৮ টি মিনিবাস চলাচল করে বর্ধমান টাউন সহ আশাপাসের গ্রামের মধ্যে।

সংগঠনের পক্ষ থেকে বাবলু শর্মা জানান, প্রত্যেক যাত্রীকে বাসে উঠলেই একটি করে ছোট স্যানিটাইজারের শিশি ও যাদের মুখে মাস্ক নেই তাঁদের বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক সিটে একজন করে যাত্রী বসানো হচ্ছে। কয়েকদিন বাস চালানোর পর ক্ষতির পরিমাণ দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। কিছু বাস চালু হলেও বাসে যাত্রী সংখ্যা অত্যন্ত কম।



Like Us On Facebook