বর্ধমানের হোটেলে মদ খাওয়ার পর ৮ জনের অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে এবার সাহায্য নেওয়া হল ফরেন্সিক সায়েন্স ল‍্যাবরেটরির(FSL)। বৃহস্পতিবার ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশীষ সাহার নেতৃত্বে এফএসএলের দুই সদস্যের একটি টিম বর্ধমান শহরের তারামা হোটেলে যান, হোটেল থেকে মদের বোতল সহ অন্যান্য নমুনাও সংগ্রহ করেন। পাশাপাশি হোটেল সংলগ্ন অভিযুক্ত হোটেল মালিক গণেশ পাশোয়ানের বাড়িতেও তাঁরা যান। বাড়িতে তালা দেওয়া থাকায় পুলিশ তালা ভেঙে ঘরে ঢোকে। ফরেন্সিক টিমের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। এরপর ফরেন্সিক টিমটি সিংদরজার বাবু হোটেলে গিয়েও নমুনা সংগ্রহ করে। ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশীষ সাহা জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে।ল্যাবরেটরি টেস্টের আগে কিছু বলা যাবে না।

Like Us On Facebook