ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করতে গিয়ে ধরা পড়ে শ্রীঘরে গেল দুই যুবক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ভারতীতে। জানা গেছে, দুর্গাপুরের ৪নং ওয়ার্ডের ইস্পাত পল্লীর বাসিন্দা পেশায় নির্মাণ কর্মী, জাহাঙ্গীর নিজেকে দুর্গাপুরের এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে সাগর সেন নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে আলাপ জমায় দুর্গাপুরের ইংরাজী মাধ্যমে পড়া ক্লাস নাইনের এক স্কুল ছাত্রীর সঙ্গে। এর পর প্রতিনিয়ত উত্যক্ত করত স্কুল ছাত্রীকে জাহাঙ্গীর ওরফে সাগর সেন ও তার তিন সঙ্গী। স্কুল ও কম্পিউটার ক্লাসে গেলেও জাহাঙ্গীর ও তার সঙ্গীরা পিছু ছাড়তো না স্কুল ছাত্রীকে। বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয় জাহাঙ্গীর। অগত্যা ভয় পেয়ে স্কুল ছাত্রীটি বাড়িতে জানালে বিষয়টি দুর্গাপুরের সদ্য নির্বাচিত ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষকে জানায় ওই ছাত্রীর বাবা। সোমবার রাজীব বাবুর দলীয় কর্মীরা কার্যত ফিল্মি কায়দায় অভিযুক্ত দুই জনকে ইস্পাত নগরীর ভারতী মোড় এলাকা থেকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত জাহাঙ্গীর ও তার এক সাথী কুরবান কুরেশী বর্তমানে শ্রীঘরে। বাকি আরো দুই অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চলছে বলে জানা গেছে।
Like Us On Facebook