সর্বমিলন সংঘের এবারের থিম আদিযোগী। প্রায় ১০০ ফুট উচ্চতা মন্ডপের।

সোমবার বর্ধমানের চৌরঙ্গী ও সর্বমিলন সংঘের মন্ডপ পরিদর্শন করেন পুর্তদফতর ও জেলা পুলিশের আধিকারিকরা। পরিদর্শনের সময়ই দুটি মন্ডপে বেশকিছু ত্রুটি ধরা পরে। পুর্তদফতরের ইঞ্জিনিয়ারদের তরফে দুই পুজো কমিটিকেই বেশকিছু পরিকাঠামোগত পরিবর্তনের কথা বলা হয় পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত ত্রুটিগুলি মেরামত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সন্ধ্যা নাগাদ ফের পরিদর্শন করবেন পুর্তদফতর ও জেলা পুলিশের আধিকারিকরা তারপরই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বমিলন সংঘের এই বছরের থিম আদিযোগী। প্রায় ১০০ ফুট উচ্চতা মন্ডপের। সেই উচ্চতা অতিক্রম করেই দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হচ্ছে।পাশাপাশি গোটা মন্ডপ জুড়ে লেজার শো বাড়তি মাত্রা যোগ করায় কার্যত মানুষের ঢল নামছে মন্ডপে। সেই বাড়তি ভিড়ের ফলেই দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, চৌরঙ্গীর এবছরের থিম রক্তাক্ত কার্গিল। সেখানে অনেক উঁচুতে উঠে প্রতিমা দর্শন করতে হচ্ছে দর্শনার্থীদের। ভিড় সামলানোর জন্য যে ধরণের পরিকাঠামো মন্ডপে থাকা দরকার তা না থাকায় এখানেও দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে পুর্তদফতরের পক্ষ থেকে।

Like Us On Facebook