বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সোমবার সকালে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালিত হল খুশির ঈদের পবিত্র নামাজ। সোমবার টাউন হলে ঈদের নামাজে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগে এদিন নামাজ পড়তে আসা মানুষদের সরবত, মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও নামাজ অনুষ্ঠিত হয় বড়বাজার, দুবরাজদিঘী জামে মসজিদ, ডাঙাপাড়া ঈদগাহ, পুরাতন চক মসজিদ, গোলাহাট ইদগাহ, লাকুর্ডি, গোদা এলাকাতেও। গতকয়েকবছর ধরে বর্ধমানের গোদা এলাকায় মুসলিম মহিলাদের নামাজ এবারও অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এদিন বর্ধমান শহরের সদরঘাট ছটপুজো ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মেহেদিবাগান মসজিদ এলাকায় নামাজ পড়তে আসা মানুষ সহ পথ চলতি মানুষদের মধ্যে সরবত, লাচ্চা, সিমাই, মিষ্টি বিতরণ করা হয়। এই কমিটির সভাপতি গিরিজাশংকর গুপ্তা জানিয়েছেন, শুধু ঈদই নয়, অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানেও তাঁরা এইভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন কয়েকবছর ধরেই।

খুশির ঈদে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় নমাজ পাঠ হল। দুর্গাপুর নয়িম নগর, মসজিদ মহল্লা, চন্ডিদাস মার্কেট, দুর্গাপুর স্টেশন, মেন গেট, আমরাই গ্রামে সোমবার সকালে মুসলিম ধর্মের মানুষ নমাজ পাঠ করেন। সকাল থেকেই খুশির আমেজ সর্বত্র। নামাজের পর ছোট বড় সকলে দুর্গাপুরের জংশন মল সহ সিটিসেন্টার, কুমার মঙ্গলম পার্কে ভিড় জমায়।

Like Us On Facebook