রবিবার ভাতাড় ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে ও কুলচন্ডা তরুণ সংঘের সহযোগিতায় একদিনের মূক ও বধির ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাগুলি হয় ভাতাড় কদমতলা মাঠে।
এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৮টি দল অংশ নেয়। ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, ভাতাড়ের বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতাড়ের ভিডিও শুভ্র চট্টোপাধ্যায় সহ বহু ক্রীড়াপ্রেমী মানুষ। এদিনের প্রতিযোগিতার ফাইনালে ওঠে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা। নদিয়া ৪-০ গোলে জয় লাভ করে। ভাতাড়ে এই প্রথম রাজ্যের বিভিন্ন জেলার ফুটবল দলকে নিয়ে বড়মাপের প্রতিযোগিতা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করেন খেলার মাঠে।
Like Us On Facebook