ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুর্গাপুরের রবিবার ডিএসপি টাউন শিপের বিধান ভবনে ইস্টবেঙ্গল মেম্বারস ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পী শুভশ্রী দেবনাথ গাইলেন ইস্টবেঙ্গলের শতবর্ষের পথ চলার গান। শুভশ্রী এদিন গাইলেন ‘একশো বছর ধরে মাঠে কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল…’।
এদিন ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানকে ঘিরে বিধান ভবন কানায় কানায় ভরে ওঠে। ইস্টবেঙ্গলের বিশিষ্ট সব ফুটবলার ও কর্মকর্তারা এদিনের অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানের শোভা বাড়ান। দুর্গাপুর ইস্টবেঙ্গল মেম্বারস ফোরামের পক্ষ থেকে মোহনবাগান একাডেমির ধাঁচে দুর্গাপুরে ইস্টবেঙ্গলের অ্যাকাডেমির সূচনা করার প্রস্তাব দেওয়া হলে ক্লাবের কর্মকর্তারা এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে। এদিন ইস্টবেঙ্গলের শতবর্ষের এই অনুষ্ঠানে শিল্পী শুভশ্রীকেও সম্বর্ধনা দেওয়া হয়। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ও ফুটবল প্রশিক্ষণ রতদের পাশে থাকতে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।