২ নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ জখম ১। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন। ঘটানটি ঘটেছে বর্ধমানের লাকুর্ডি কোড়া পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ২ নং জাতীয় সড়কের লাকুর্ডি কোড়াপাড়া এলাকায় পরপর দুর্ঘটনার কবলে পরে একটি ভলভো বাস, একটি ডাম্পার ও দুটি ট্রাক। দুর্ঘটনার জেরে ২ জনকে গুরুতরভাবে জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু হয়, জখম একজন চিকিৎসাধীন।
Like Us On Facebook