নারী পাচারের অভিযোগের ১৭ জুলাই তদন্তে ভাতারের গ্রামে পুলিশ। টুম্পা ও চাঁদনী খাতুন নামে দুই মহিলাকে গ্রেফতার।

ভিন রাজ্যে কাজ দেওয়ার নামে নাবালিকাকে নিয়ে গিয়ে ডান্স গ্রুপে নাচানোর অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। পুলিশ দুই মহিলাকে আটক করেছে।

জানা গেছে, বিজিপুর গ্রামের দুই মহিলা প্রায় ১০ মাস আগে পাশের গ্রামের এক নাবালিকাকে ভিন রাজ্যে পরিচারিকার কাজ দেওয়ার নামে নিয়ে গিয়ে ড্যান্স গ্রুপে নাচতে বাধ্য করা হত বলে অভিযোগ। কিছুদিন আগে ওই নাবালিকা বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার সকালে ওই দুই মহিলা গ্রামে এসে ফের ভিন রাজ্যে নিয়ে যাবার চেষ্টা করে ওই নাবালিকাকে। গ্রামবাসীরা তাদের ঘিরে রেখে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ গ্রাম থেকে কাজের নাম করে এভাবে আগেও নিয়ে যাওয়া হয়েছে নাবালিকাদের। খবর পেয়ে পুলিশ এসে টুম্পা ও চাঁদনী খাতুন নামে দুই মহিলাকে আটক করেছে।

গ্রামবাসীদের অভিযোগ, পাচার করার উদ্দ্যেশে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। অভিযুক্তদের বক্তব্য, তারা উত্তরপ্রদেশের একটি ডান্স গ্রুপের সাথে যুক্ত। চুক্তি করে বলে কয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটিকে। কোন খারাপ উদ্দেশ্যে নয়। মেয়েটির দিদিমা এজন্য টাকা নিয়েছেন। গ্রামবাসীরা দিদিমার উপরও ক্ষুব্ধ।

Like Us On Facebook