খণ্ডঘোষের কুমিরকোলা গ্রামে দেশের বাড়ির দুর্গাপুজোয় বৃদ্ধ বাবা, মা ও বোনকে সঙ্গে নিয়ে মহাষ্টমির পুজো দিতে এসেছিলেন ডা. সৌম্যদীপ ভট্টাচার্য্য। দুপুরে সেখানে খাওয়া দাওয়া সেরে নিজেদের মারুতি সুইফট গাড়িতে চড়ে স্বপরিবারে কলকাতা ফিরছিলেন। চিকিৎসক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। শুক্রবার বিকেল পৌনে ৪ টে নাগাদ ২ নং জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রাম মুষুণ্ডা এলাকায় চিকিৎসকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এখটি মালবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ ও জাতীয় সড়ক রক্ষনাবেক্ষণ সংস্থার কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি আকাশ মুন্সী জানিয়েছেন, পথে চিকিৎসকের বৃদ্ধ বাবা প্রদীপ ভট্টাচার্য্য (৬৩) ও মা কুমকুম ভট্টাচার্য্য (৫৮) এর মৃত্যু হয়। চিকিৎসকের বোন দীপাবলি ভট্টাচার্য্য (২১) আহত অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকরি হাসপাতালে চিকিৎসাধিন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় চিকিৎসক সৌম্যদীপ ভট্টাচর্য্যকে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি আটক করেছে।