বিয়ের আশীর্বাদের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত প্রায় ১৫ জন। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের উপর রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায়। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডামরা থেকে একটি মিনিবাস ভাড়া করে পাত্রপক্ষ অণ্ডালের কাজোড়ায় গিয়েছিলেন পাত্রীকে আশীর্বাদ করতে। আশীর্বাদের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় মিনিবাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫জন বাসযাত্রী জখম হন। পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ট্রাক চালককে আটক করেছে। বাস চালক পলাতক।
আশীর্বাদের অনুষ্ঠানে যাওয়া ডামড়ার বাসিন্দা সুকু সোরেন জানান, ‘আত্মীয়ের ছেলের বিয়ের জন্য আজ পরিবারের ৩২ জন মিনিবাসে করে কাজোড়া গিয়েছিল মেয়েকে আশীর্বাদ করতে। সেখান থেকে ফেরার পথে মঙ্গলপুরের কাছে একটি ট্রাক হঠাৎ ব্যাক করার সময় বাসে ধাক্কা মারে, বাসের সবাই কমবেশি আহত হয়।