আজ বিশ্ব হাসি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম রবিবার বিশ্ব হাসি দিবস হিসাবে পালিত হয়। ১৯৯৮ সালে মুম্বাইয়ের বিশিষ্ট চিকিৎসক ডা. মদন কাটারিয়ার উদ্যোগে মুম্বাইয়ে প্রথম বিশ্ব হাসি দিবস পালিত হয়। পৃথিবীর ১০৫ টিরও বেশি দেশে বর্তমানে শরীর ও মন ঠিক রাখতে হাসির ক্লাব রয়েছে।

সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে, নিয়মিত হাসলে মন টেনশন মুক্ত হয় এবং শরীর রিল্যাক্সড হয়। স্ট্রেস কমে গিয়ে হার্টের উপর চাপ কমে যায়। সুগার, প্রেসারের রোগীরা বিজ্ঞানসম্মতভাবে মন ভরে হাসলে অনেকটাই রোগ থেকে মুক্তি পান। মন খুলে হাসলে থাইরয়েড, টনসিল সমস্যারও উপসমে সহায়ক হয়। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে সিটি সেন্টারের একদল প্রবীণ-প্রবীণা নীরোগ হেল্থ কেয়ার রবিবার বিশ্ব হাসি দিবস পালন করল।

Like Us On Facebook

 




===========